সড়কের ডিভাইডারে সামান্য পরিবর্তন এনেই নিশ্চিত করা যাচ্ছে যানবাহনের বিরামহীন চলাচল। পরীক্ষামূলক এই ইউটার্ন বেশ কার্যকর হয়েছে, যার প্রমাণ মিলছে রাজধানীর উত্তরায়। তিনটি ইউটার্ন পরীক্ষামূলকভাবে খুলে দেওয়ায় কমেছে যানজট। এতে বেশ খুশি যাত্রী সাধারণ ও চালকেরা। রাজধানীর সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত ১১টি পয়েন্টে ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এয়ারপোর্ট রোডের কাওলার এলাকায় ইউর্টান নির্মাণের কাজ সোমাবার সকাল থেকে শুরু হয়েছে। নির্মাণ কাজ সম্পূর্ণ হলে নিকুঞ্জ- খিলক্ষেত এলাকার বিরাজমান যানজট অনেকাংশে কমবে বলে আশা করা যাচ্ছে। ছবি সোমবার সকালে তোলা। সোমবার, ২২ জুলাই। ছবি: পিবিএ

আরও পড়ুন...