হত্যা ও মাদকসহ ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার

পিবিএ,ঢাকা: ফরিদপুরে ত্রাশ সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী- অস্ত্র, হত্যা ও মাদক মামলাসহ মোট ০৭টি মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল ফকির’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল (৯ ফেব্রুয়ারি) আনুমানিক মাঝরাত ০২:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০২, তারিখ ০১/০২/২০২৩ খ্রিঃ, ধারা-অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯এ/১৯(এফ) ও ২। ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০৩, তারিখ ০১/০২/২০২৩ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪(ক)/৪১; উল্লেখিত অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ফরিদপুরে ত্রাশ সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী সোহেল ফকির (২৭)’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সোহেল ফকির একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশী/বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাই, ভূমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা, সদরপুর ও কোতোয়ালী থানায় হত্যা, মারামারি, চুরি/ডাকাতি ও মাদক মামলা মোট ০৫টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...