হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে ওই গ্রামের আজাদ হোসেন ও দবির মন্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে আজাদের সমর্থক কামাল রাস্তার পাশে গরু বাঁধলে দবির মন্ডলের সমর্থক হবিবর রহমান গরু খুলে দেয়। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিবিএ/আরিফ মোল্ল্যা/এমআর

আরও পড়ুন...