পিবিএ,ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন গোবরাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে নওয়াব আলী (৫৫), আলম (৪০), তোয়াছেল (৫০) ও আফজেল হোসেন (৪৮)।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে তারা চার ভাই নিজ গ্রামের মাঠে নিজেদের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের লাচ্চু ও তার ছেলে রহিম মেম্বার
দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তারা ৪ ভাই গুরুতর জখম হন। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, গোবরাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে চার ভাইকে জখম করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় অভিযোগ দিলে ব্যাবস্থা নেওয়া হবে। হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল ইসলাম জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠার আঘাত রয়েছে।
পিবিএ/কামরুজ্জামান লিটন/ইকে