পিবিএ,হাটহাজারী: হাটহাজারীতে অস্ত্র সহ জাকির হোসেন প্রকাশ জুনু (৩৮)নামের একজনকে দেশীয় এলজি সহ আটক করেছে মডেল থানা পুলিশ। রবিবার(১ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ফতেপুরস্থ এলাকার মেহেরনেগার স্কুল সংলগ্ন জাবেদ মিয়ার বাড়ীর সামনে থেকে একটি দেশীয় এলজি সহ তাকে আটক করে। আটককৃত জুনু রাউজান উপজেলাস্থ নোয়াজিষপুর কানু চৌধুরীর বাড়ীর মৃত দুধু মিয়া সওদাগরের পুত্র। জুনুর নামে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে।মামলা নং-০১।
হাটহাজারী মডেল থানার এস আই আসাদুজ্জামান শেখ জানান,সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় খবর পায় ফতেপুরস্থ মেহেরনেগা স্কুল সংলগ্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েজন যুবক অবস্থান করছে।এসময় ঘটনাস্থলে পৌছলে অন্যরা টের পেয়ে পালিয়ে গেলেও জুনু তার অস্ত্র পার্শবর্তী একটি খালি জায়গায় ফেলে দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তিতে অস্ত্র সহ একটি খুনতি উদ্ধার করে। এদিকে হাটহাজারী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ আলম সত্যতা স্বীকার করে বলেন, জুনুর নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতকে আদালতে প্রেরন করা হয়।
পিবিএ/বিএইচ