মোহাম্মদ হোসেন,হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে নিয়মিত ভ্রাম্যমান অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্টানকে ১১হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় আদালতে।শুক্রবার(১৫ মে) উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভুমি) শরীফ উল্যাহ।
সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজার ও পৌর সদরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী,পুলিশ ফোর্স নিয়ে ম্যাজিস্ট্রেট উপজেলার, ইসলামিয়া হাট, নন্দীর হাট, ফতেয়াবাদ, চৌধুরী হাট ও আমান বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। নিয়মিত সাড়াশি অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
পিবিএ/বিএইচ