খোরশেদ আলম শিমুল,হাটহাজারী : সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে এবার এক ব্যতিক্রম কর্মসূচি পালন করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী এ কর্মসূচির নাম দেওয়াা হয় গ্রীন-৫০।হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবার এক সাথে সম্পূর্ণ নিজস্ব উদ্দ্যোগে উপজেলার ৮৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ৫০ টি করে গাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,২১জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যেই ৮৩টিরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যদের সহযোগীতায় পালন করা হয় ইউএনও রুহুল আমিনের এ ব্যতিক্রম কর্মসূচি।
শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমী এ কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষুধি গাছ রোপন করতে হবে। এ লক্ষ্যে নিজেই উদ্দ্যেগ নিয়ে গ্রীন-৫০ কর্মসূচির নামকরণে একযোগে আজ ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কড়ই,নিম, চালতা, জাম, কামরাঙা,আম, সফেদাসহ প্রায় ১৪ প্রজাতির গাছ রোপণ করা হয়।তিনি এ কর্মসূচি সুন্দরভাবে পালন করার জন্য সকল সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকেই বেশি করে বৃক্ষ রোপন করার আহ্বান জানান।
পিবিএ/খোরশেদ/জেডআই