পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলার মিরেরহাট এলাকায় ১৬বছরে দখলে থাকা জয়াগা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এক যুগ ৪ মাস ধরে সরকারি রাস্তা দখল করে রেখেছিলেন জনৈক এক ভূমিখেকো।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,হাটহাজারী পৌরসভার মিরেরহাট এলাকার খালের পাশের একটা সরকারি জায়গা দীর্ঘ ১৬ বছর দখল করে রেখেছিলেন জনৈক বশির আহমেদ।উচ্ছেদ মামলা রুজু হয় তার বিরুদ্ধে তখনই, ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় ২০০৪ সালে।উচ্ছেদ করতে গেলে ভূমিখেকোর নানান অপ কৌশলে বারবার হোচট খায় প্রশাসন।বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ২০১৯ সালে তিনবার জায়গা পরিমাপ করেন দখলবাজকে নিয়ে,তবুও তিনি সরকারি জায়গা ছেড়ে দিতে নারাজ।
অবশেষে গত ২০ফেব্রয়ারী বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি সম্রাট খিসা এবং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উচ্ছেদ হয় জায়গা।উপজেলা প্রশাসন কে দেখে নেবার হুমকি দেন উক্ত ভুমিখেকো।
পিবিএ/এমএসএম