হাটহাজারী শান্তিরহাট বাজরে মজুদ কৃত ৫৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলার ফরহাদবাদ ইউনিয়নের শান্তিরহাট বাজারের পার্শ্বে সংশ্লিষ্ট প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে কাঠ ইট ভাটায় পোড়ানোর জন্য মজুদ রাখা প্রায় মালিকানাবিহীন প্রায় ৫৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,সোমবার(২৪ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদবাদ ইউনিয়নের শান্তিরহাট বাজারের পার্শ্বে এ অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। এসময় অভিযান চালিয়ে পাহাড়ী বনাঞ্চল বাগান নিধন করে ইট ভাটায় পোড়ানোর জন্য মজুদ করা মালিকানাবিহীন প্রায় ৫৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে। অভিযানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্কা নিয়াজ মোর্শেদ।

ইউএনও রুহুল আমিন জানান,গত বছর ইট ভাটায় গাছ পোড়ানোর বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ বছর ইট ভাটার মালিলেরা চালাকি করে ইট ভাটা থেকে দূরে আলাদা করে কাঠ রাখছেন,যাতে কেউ বুঝতে না পারে।তবে অভিযানে জব্দ কৃত জ্বালানি কাঠের কোন মালিককে পাওয়া যায় নি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...