হাতীবান্ধায় ক্ষতিগ্রস্থ ১৩৭ পরিবারকে টিন ও চেক বিতরণ

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটে হাতীবান্ধায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৩৭ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ কর্মসুচীর উদ্ধোধন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্থ ১৩৭ টি পরিবারকে ৩ হাজার টাকার চেক ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।

দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সামিউল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, উপজেলা প্রকৌশলী অজয় কুমার ও পিআইও ফেরদৌস আহম্মেদ।

পিবিএ/এএইচআর/এমএসএম

আরও পড়ুন...