শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় টার্নিং পয়েন্ট আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাউন্সিল পাড়ায় টার্নিং পয়েন্ট আইটি সেন্টারের উদ্বোধন করা হয়।
সিন্দূর্না ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছার রহমান। অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন জেএস গ্রুপের পরিচালক ও জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু।
টার্নিং পয়েন্ট আইটি সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করেন এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রভাষক নাজমুল কায়েস হিরু, সিনিয়র সাংবাদিক ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি আলতাফ হোসাইন সুমন ও লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির জেলা সহ-সভাপতি রকিবুল হাসান রিপনসহ প্রমুখ।