নিষেধাজ্ঞা অমান্য করায়

হাতুড়ি দিয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ভাঙলেন অধ্যক্ষ

পিবিএ,ঢাকা: নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কলেজে এবং ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার করার কারণে বিরক্ত হয়ে কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোনগুলো তাদের সামনেই হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করেছেন অধ্যক্ষ। সম্প্রতি কর্ণাটক রাজ্যের এমইএস চৈতন্য পিইউ কলেজে এ ঘটনা ঘটেছে।

কলেজের অধ্যক্ষের মোবাইল ফোন ভাঙার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমইএস চৈতন্য পিইউ কলেজে অধ্যক্ষের নাম আরএম ভাট।

এমইএস চৈতন্য কলেজের ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে হুঁশিয়ারিও দেয় কর্তৃপক্ষ। কিন্তু, কলেজ কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের ব্যবহার চালিয়ে যায়।

এরপরই, গেল বৃহস্পতিবার শিক্ষার্থীদের তল্লাশি চালিয়ে ১৬টি মোবাইল ফোন জব্দ করে কলেজ কর্তৃপক্ষ। পরে, শিক্ষার্থীদের কলেজের হলরুমের একত্রিত হতে বলা হয়। এরপর, অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনেই কয়েকটি মোবাইল ফোন নিজ হাতে ভাঙেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...