হালদায় অভিযান, দুই ইঞ্জিন নৌকাকে জরিমানা


পিবিএ,হাটহাজারী (চট্টগ্রাম): করোনা ভাইরাস নিয়ে যখন ব্যস্থ উপজেলা প্রশাসন তখন এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী হালদা নদী থেকে বালু উত্তোলন করছিল। মা-মাছ ডিম ছাড়ার মৌসুমে নদীতে নৌ-যান চালানো নিষিদ্ধ হলেও প্রশাসনের এ সব আইন মানছেন না কিছু বালু উত্তোলনকারী। শুক্রবার(১২ জুন) বেলা ২ টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হালদা নদীর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙলমোড়া ইউনিয়নের অংশ থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন,উপজেলা প্রশাসন বর্তমান পরিস্থিতিতে ব্যস্থ এ সুযোগ কাজে লাগিয়ে কিছু বালু ব্যবসায়ী হালদা নদীর বিভিন্ন স্থানে নৌকা দিয়ে বালু উত্তোলন করছিল। জরিমানা করা হয় এবং বেলা ৩ টার দিকে হালদা নদীর ধলই ইউনিয়নের অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করি।

পিবিএ/মোহাম্মদ হোসেন/এমআর

আরও পড়ুন...