পিবিএ,ঢামেক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের সামনের ফুটপাত থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে শাহবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাতে একটি ছোট সবুজ ব্যাগের ভিতরে নবজাতকটির মৃতদেহ। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন। ভবঘুরেরা মৃতদেহটি দেখতে পেয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। আশেপাশে ভীর করেছে পথচারী ও উৎসুক মানুষ। পুলিশ ঘটনার বিষয়ে আশপাশের লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করছে।
মৃতদেহের পাশে দাড়িয়ে থাকা ভবঘুরে মোঃ সোহেল পিবিএ’কে জানায়, তিনি হাসপাতাল এলাকায় ভিক্ষাবৃত্তি করে। আজ বেলা আগাইটার দিকে প্রশাসনিক গেট দিয়ে খয়েরি রঙের বোরখা ও সাদা স্কাপ পড়া এক নারীকে বের হতে দেখে তিনি। তার হাতে ওই সবুজ ব্যাগটি ছিলো। এরকিছুক্ষণ পর সোহেল ওই ফুটপাতে প্রেসাব করতে বসলে পুলিশের কাঁটাতারের বেরিকেটের মাঝখানে ওই সবুজ ব্যাগ দেখতে পায়। পরে সেটির মুখ খুলতেই ভিতরে মৃত নবজাকটি দেখতে পায় সে।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, বেলা সাড়ে ৩ টার দিকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন হবে।
তিনি জানান, মৃত নবজাতকটিরর নাভিতে ক্লিপ লাগানো রয়েছে। দেখে মনে হচ্ছে হাসপাতালে জন্ম হয়েছিলো এর। কে বা কারা নবজাতকটির মৃতদেহ ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/এইচএ/জেডআই