হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে নানাভাবে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। একদিকে প্রচন্ড গরমে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাসপাতালের বেড সংকুলান ও চিকিৎসক সংকটের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাঙ্খিত চিকিৎসকের দেখা পাচ্ছে না তারা। ফলে রোগীদের সেবা দিতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে হাসাপাতাল কর্তৃপক্ষ। ছবিটি লক্ষীপুর সদর হাসপাতাল থেকে তোলা। মঙ্গলবার, ১৪ মে। ছবি : পিবিএ