হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

পিবিএ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: যত মত তত পথ হিন্দু স্বার্থে একমত-এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট হিন্দু ধর্মী আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

শুক্রবার(২৬মে) সকাল ১১টায় প্রেসক্লাব রাজারহাট চত্বরে হিন্দু যুব ও ছাত্রদের সমন্বয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু যুব মহাজোটের রংপুর বিভাগীয় প্রচার সম্পাদক সুজন কুমার রায়, যুব মহাজোট কুড়িগ্রাম জেলা শাখার দপ্তর সম্পাদক জর্নাদন চন্দ্র সরকার, যুব মহাজোট কুড়িগ্রাম জেলা শাখার কাজল চন্দ্র রায়, যুব মহাজোটের রাজারহাট উপজেলা শাখার সভাপতি রতন কুমার রায়, যুব মহাজোট রাজারহাট শাখার ধর্ম বিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, নকুল চন্দ্র রায়, ছাত্র মহাজোট রাজারহাট শাখার যুগ্ম আহবায়ক শান্ত কুমার রায় প্রমূখ।

বক্তারা ভাই -বোনের বাধন মজবুত রাখতে সম্পতি আইন পরিবর্তন না করতে সকারের সুদৃষ্টি কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে মিলিত হন।

আরও পড়ুন...