পিবিএ,হিলি (দিনাজপুর): হিলিতে আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রহমত নামের একজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগী খামার থেকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর-ঘোড়াঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান,গত ২৪ ই মে রবিবার উপজেলার আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন স্যারের নির্দেশনায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে ১৮ ঘন্টা পর উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগী খামার থেকে রহমত নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে এসআই রাজু । গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রহমত (৪৫) উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে।
পিবিএ/সোহেল রানা/এমআর