হেরোইনসহ মহিলা ইউপি সদস্যকে আটক

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন (৪০) নামের এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বহেড়াতৈল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সানোয়র হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক গ্রাম হেরোইনসহ উপজেলার বগা প্রতিমা এলাকা থেকে ইউপি সদস্য বাছিরনকে আটক করা হয়। সে একাধিক মাদক মামলার আসামী। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুখ বাদী হয়ে ইউপি সদস্যের নামে মাদক আইনে মামলা করেছেন। বাছিরন দীর্ঘদিন ধরে মাদকের ব্যাবসা করে আসছে বলে এলাকাবাসী জানায়।
এর আগে শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককে আটক করে পুলিশ।
সখীপুর থানার অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, মাদকের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা নিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
পিবিএ/টিএ/জেডআই

আরও পড়ুন...