পিবিএ,খাগড়াছড়ি: করোনা প্রতিরোধে স্ব-ইচ্ছায় হোম কোয়ারান্টাইনে থাকা শিক্ষার্থী ও চাকরীজীবি ১৯ জনকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। শুক্রবার বিকেলে জেলা শহরের ৯নং ওয়ার্ডের আপার পেরাছড়া এ সহায়তা দেওয়া হয়।
গত ২/৩ দিন আগে চট্টগ্রাম-ঢাকা ও দেশের বিভিন্ন জেলার কর্মরত ও বিশ^বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা এসে নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারান্টাইনে অবস্থান নেন। খবর পেয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক মাসুদসহ মেয়র রফিকুল আলম কোয়ারান্টাইনে থাকাদের বাড়ীতে ছুটে যান।
এ সময় সকলের মাঝে জনপ্রতি, ১০ কেজি চাল,২ কেজি আলু,পেঁয়াজ ১ কেজি সয়াবিন তেল ১ কেজি, লবণ ১ কেজি,ডেটল সাবান ২টি,মাস্ক ২টি তুলে দেওয়া হয়।
এ সময় মেয়র সকলের মাঝে করোনা প্রতিরোধে বিভিন্ন সচেতনতামুলক নির্দেশনা দেন। এ সময় সকলে সচেতন হলে করোনাকে ভয় নয়,জনসচেতনতায় করোনার মুক্তির পথ সহজ হয় বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি দুর্যোগময় সময়ে সকল জনপ্রতিনিধি,বিত্তশালীসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে গরীব-অসহায় ও নিম্ন আয় এর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বয়োজ্যেষ্ঠরাও উপস্থিত ছিলেন।
পিবিএ/আল-মামুন/এমএসএম