১০০ কোটি টাকার মিথ্যা মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

পিবিএ,বান্দরবান: পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের দ্বায়ের করা মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশে পুর্বানী বাস মালিক সমিতি সাঃ সম্পাদক সুব্রত কান্তি দাশ (ঝুন্টু) এ উক্তি করেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)সকাল ১০ টায় পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন কতৃক দ্বায়ের ১০০ কোটি টাকার মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবীতে বান্দরবান সদরস্থ বাসেস্টেন্ড এলাকায় বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি নিরাপদ সড়ক চাই নামে বিভিন্ন চাটুকারিতা মূলক আন্দোলন হতে বিরত থেকে অভিনয়ে মননিবেশ করার জন্য আহ্বান করেন।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুছ,সভাপতি শৈলশোভা সড়ক পরিবহন ইউনিয়ন,সুব্রত কান্তি দাশ (ঝুন্টু) সাঃ সম্পাদক পুর্বানী বাস মালিক সমিতি,মুছা কোম্পানি ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বান্দরবানের বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দরা উপস্থিত

পিবিএ/নয়ন চক্রবর্তী/এমএসএম

আরও পড়ুন...