পিবিএ,পাবনা: পাবনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের ধাপে অর্থাৎ ১১ তম গ্রেডে বেতন প্রাপ্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছেন।
সাঁথিয়া উপজেলা পরিষদের গেটের সামনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষকনেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন আরশেদ আলী, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম রিপন, আলতাফ হোসেন, জসিম উদ্দিন, কামরুন্নাহার কনা, আ রহমান, আ: রাজ্জাক, বকুল খন্দকার, জাকির হোসেন প্রমুখ।
পরে তারা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
পিবিএ/আই/হক