মেজবাহুল হিমেল,রংপুর করোনার হট স্পটে পরিনত হওয়া রংপুর নগরী সহ পুরো জেলার সকল দোকানপাট ও শপিং মল কাল রোববার ১৭ মে থেকে অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করার জন্য রংপুর চেম্বার অফ কমার্স সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রংপুর জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
শনিবার রংপুর চেম্বার ভবনে করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে রংপুর জেলার সকল দোকানপাট ও শপিং মল পূর্বের ন্যায় বন্ধ রাখার বিষয়ে চেম্বার নেতৃবৃন্দের সাথে জেলা ও মহানগরের বিভিন্ন খাতের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক জরুরি মত বিনিময় সভায় সর্ব সম্মতি ক্রমে এ আহবান জানানো হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন ঈদকে সামনে রেখে প্রশাসনিক শিথিলতা ও অর্থনৈতিক কর্মকান্ড চালুর উদ্যোগ হিসেবে সরকার গত ১০ মে থেকে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেয়ার ফলে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় ও স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণের মাত্রা।
এর ফলে করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে রংপুর। এরই প্রেক্ষিতে রংপুর চেম্বারের পক্ষ থেকে আগামীকাল ১৭ মে রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জীবন আগে বাঁচাতে হবে পাশাপাশি জীবিকা নিয়েও চিন্তা করতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন প্রতিনিয়ত সংক্রমিত হওয়ার ফলে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে বক্তারা মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও ক্রেতা-বিক্রেতাদের সুস্থতার কথা বিবেচনা করে আগামীকাল ১৭মে রোবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কেনাকাটা করতে মানুষ যে হারে বাজারে আসছে তা সত্যিই বিপদজ্জনক। সামাজিক দূরত্ব না মানায় করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে ঈদের পর তা আরো ভয়াবহ রূপ ধারন করতে পারে বলে তিনি মতামত ব্যক্ত করেন। এজন্য তিনি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পরে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ চেম্বার নেতাদের সাথে ঐক্যমত পোষন করে কাল রোববার থেকে সকল দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জাভেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, ছালেক মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রিপন, জামাল মার্কেট ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল আলম বুলবুল, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেটের সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক ওবায়দুর রহমান রতন ও দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু প্রমুখ।
পিবিএ/বিএইচ