১৯ বছর আগে হারিয়ে যাওয়া নারীর দেহ মিলল বোনের রেফ্রিজারেটরে!

পিবিএ ডেস্ক: ১৯ বছর আগে হারিয়ে গিয়েছিলেন এক নারী। তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাঁকে। হারিয়ে যাওয়ার আগে বাবাকে জানিয়েছিলেন, ক্রুজে কাজ করতে চান তিনি। জানিয়েছিলেন তার স্বপ্নের শহর প্যারিসে বসবাস করতে চাওয়ার ইচ্ছাও। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর সেই নারীর মৃতদেহ পাওয়া গেল তাঁরই বোনের রেফ্রিজারেটরের ভিতর থেকে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্রোয়েশিয়ার মালা সাবোটিচা অঞ্চলে।

dead-body-in-refrigaretor-i

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০০ সালে জেসমিনা ডমিনিকা নামের সেই ছাত্রী যখন হারিয়ে যান, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। আচমকাই তিনি উধাও হয়ে যান। তাঁর বড় বোনের বয়স তখন ছিল ২৩। জেসমিনা সেই সময় জাগ্রেবে পড়াশোনা করছিলেন। কিন্তু দীর্ঘ দিন তাঁর কোনও খোঁজ না পেলেও পুলিশেও কিছু জানানো হয়নি। অবশেষে প্রায় ৫ বছর পর জেসমিনার পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়।

পুলিশের সন্দেহ, ওই রেফ্রিজারেটরে লুকিয়ে রাখার আগে জেসমিনাকে খুন করা হয়েছিল। তবু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া অবধি এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

ওই নারীর খুনের তদন্তের সূত্র এক মহিলাকে পুলিশ হেফাজতে নিয়েছে ক্রোয়েশিয়ার পুলিশ। সেই মহিলার পরিচয় এখনও অবধি গোপন রাখা হলেও, স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিনি আর কেউ নন, ওই মৃত মহিলার আপন বোন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...