২১১ রানে অলআউট বাংলাদেশ

tiger-221-rans-PBA

পিবিএ ডেস্ক: টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দারুণ শুরু করেন তামিম-সাদমান। প্রত্যয়ী ব্যাটিংয়ে উড়িয়ে দেন শঙ্কার মেঘ। চোখধাঁধানো ড্রাইভ, কাট-পুলের পসরা সাজান তামিম। তাকে যথার্থ সঙ্গ দেন সাদমান। তাতেই শুভসূচনা পায় টাইগাররা। তবে হঠাৎই খেই হারান সাদমান। ব্যক্তিগত ২৭ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের শিকার হন তিনি।

সাদমানের বিদায়ে ভাঙে ৭৫ রানের ওপেনিং জুটি। এ নিয়ে তামিমের সঙ্গে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়লেন তিনি। পরে মুমিনুল হককে নিয়ে এগোনোর চেষ্টা করেন তামিম। দারুণ সঙ্গও পাচ্ছিলেন। তবে শর্ট বলে শট খেলার লোভ সামলাতে পারেননি মুমিনুল। সবে জুটি গড়ে উঠেছে ওই অবস্থায় নিল ওয়েগনারের শর্ট বলে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করতে গিয়ে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে অসেন তিনি। টেস্ট স্পেশালিস্টের উইলো থেকে এসেছে মাত্র ১৫ রান। এতে ভাঙে ৪৪ রানের পার্টনারশিপ। এরপরই পথ হারায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

এর রেশ না কাটতেই অফস্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন মোহাম্মদ মিঠুন। টপঅর্ডারদের সাজঘরের রাস্তা ধরার মাঝেও আশার আলো হয়ে ছিলেন তামিম। বুক চিতিয়ে লড়ছিলেন তিনি। এবার হার মানেন তিনিও। ওয়েগনারের বলে টিম সাউদিকে ক্যাচ তুলে দেন ড্যাশিং ওপেনার। ফেরার আগে ১০ চারে ১০৯ বলে করেন বীরোচিত ৭২ রান। এ নিয়ে টানা তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন দেশসেরা ওপেনার। রয়েছে একটি নান্দনিক সেঞ্চুরি।

মাঝপথে আস্থার প্রতিদান দিতে পারেননি গেল টেস্টের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। ম্যাট হেনরি বলে সেই ওয়াটলিংয়ের গ্লাভসে বল জমা দেন তিনি। সেই ধ্বংসস্তূপের মধ্যে লড়তে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও শর্ট বলের শিকার। শিকারী সেই ওয়েগনার। তার পর ধ্বংসস্তূপের মধ্যে লড়াইয়ের চেষ্টা করেন লিটন দাস। তবে তাকে যোগ্য সমর্থন দিতে পারেননি কেউ। অবশ্য একটু চেষ্টা করেন তাইজুল ইসলাম। তবে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তার প্রচেষ্টা ধূলিসাৎ করে দেন ট্রেন্ট বোল্ট। পরক্ষণেই মোস্তাফিজুর রহমানকে সোজা বোল্ড করে ফেরত পাঠান তিনি।

খানিক পরে লিটনের লড়াইও থামে। তাকে ফিনিশ করেন টিম সাউদি। টাইগার শিবিরে শেষ পেরেকটি ঠুকেন বিধ্বংসী বোল্ট। আবু জায়েদকে সোজা বোল্ড করে ফেরান তিনি। বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়েগানার। তিনি শিকার বানিয়েছেন ৪ ব্যাটসম্যানকে। ৩ উইকেট তুলে নিয়ে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিয়েছেন বোল্ট।

পিবিএ/এফএস

আরও পড়ুন...