৩০ ঘন্টায়ও খোজ মেলেনি তুরাগ নদে ডুবে যাওয়া ভার্সিটি ছাত্রের

পিবিএ, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরের তুরাগ নদের ডুবাইল বিল নামক স্থানে রোববার দুপুরে পানিতে ডুবে যাওয়া ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের রুবেল নামের এক ছাত্রের ৩০ঘন্টা খোজেও সন্ধান পাওয়া যায়নি। নিহত রুবেল গাজীপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ি এলাকার রবি মিয়ার ছেলে। নিহতের বন্ধু চতুর্থ বর্ষের ছাত্র নওশাদ জানায় তারা ওই বিশ্ববিদ্যালয়ের ১৩জন বন্ধু কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর উদ্দেশ্যে সেলু নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকা তুরাগ নদের ডুবাইল বিল নামক স্থানে পৌছলে রুবেল তার অপর বন্ধু শাহান নদী সাতরিয়ে নদীর তীরে উঠার জন্য নৌকা থেকে একত্রে নদীর পানিতে ঝাপ দেয়। তার সাথে থাকা বন্ধুরা তাদের বাধা দিলেও তারা বাধা উপেক্ষ করে নদীতে ঝাপ দেয়। প্রায় ১০মিনিট সাতার কাটার পর তারা দুই বন্ধ ক্লান্ত হয়ে পরে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সেলুতে থাকা অপর বন্ধরা তাদের উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে শাহান কে তারা উদ্ধার করতে পারলেও রুবেল অন্য একটি সেলু তার দিকে আসতে দেখে পানিতে ডুবদিয়ে আর পানির উপরে উঠতে পারেননি। এসয় রুবেলের বন্ধুরা ৯৯৯এ কল দিলে সাহোয্যের আবেদন করেন। সংবাদ পেয়ে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৩০ঘন্টা পরও লাশ উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান প্রায় রোবার বেলা ২টা থেকে খোজা হচ্ছে, আমরা সাদ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতক্ষন না পাওয়া যাবে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করে যাব।
ইকে/ফজলে রাব্বি/ইকে

আরও পড়ুন...