পিবিএ,সেনবাগ: নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহায়ক, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন সোহেলের ব্যাক্তিগত উদ্যোগে তার ইউনিয়নের ৬ শতাধিক অসহায় ও হতদরিদ্র ও রিকসা চালকদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী চাউল , আলু, তেল, সেমাই ও চিনি বিতরণ করেছেন,
বুধবার দুপুরে নবীরপু ্্ইউপির দেবীসিংহপুর গ্রামস্থ চেয়ারম্যানের নিজ বাড়িতে ওই ঈদ উপহার সামগ্র তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার। বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিলে ৫ কেজী চাউল, ২ কেজী আলু, ১ লিটার সয়াবির তেল, ১ কেজী সেমাই ও কেজী চিনি।
উপহার সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,সরকার পর্যন্ত পরিমান ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সরকারের পাশাপাশি বেলায়েত হোসেন সোহেল মতো সমাজের বিত্তবানদের এগিয়ে এসে করোনার কারণে অসহায় হয়ে পড়া লোকজানের পাশে^ দাঁড়ানোর আহবান জানান।
পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এএম