৮ মাস বয়সী প্রিয়াঙ্কা-কন্যার হলিউডে অফার!

বাবা-মা দুজনই মহাব্যস্ত। তাই ছুটির দিনটা শুধুই তার কন্যার। প্রিয়াঙ্কা চোপড়ার কন্যা মালতির কথা বলা হচ্ছে। ৮ মাসের মেয়েকে নিয়ে তার যেকোনো পোস্টই ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

প্রিয়াঙ্কা বলেন, অবস্থা যা চলছে। তাতে আমার বা জোনাসের জন্য না। মালতির জন্য একটা ম্যানেজার রাখতে হবে। এরই ভেতরে কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের টিভিসি আর দুটি হলিউড মুভিতে অফারও এসেছে মালতির এপিয়ারেন্সের। তার সম্মানী কয়েক কোটি ছাড়িয়ে যাবে।’

তাই খানিক রসিকতা করেই বলেন, ‘এত অল্প বয়সে এত কোটি টাকার অফার আমরা স্বপ্নেও ভাবতে পারিনি।’

তবে বাবা মায়ের স্টারডম থেকে একেবারেই বাইরে রাখতে চাইছেন প্রিয়াঙ্কা তার কন্যাকে। কোনোভাবেই পাবলিকলী আনতে চান না এখনই তাকে!

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তার ইন্সটাগ্রামে তার কন্যা মালতিসহ ছবি পোস্ট দিলে সেখানেও তার ফ্রন্ট লুক নেই! তবে মা প্রিয়াঙ্কা বলেন, ‘মা মেয়ের এই একান্ত সময়টার মূল্য অনেক। এর চেয়ে জীবনে শান্তির কিছু হতে পারে না!

আরও পড়ুন...