পিবিএ, ঢাকা: প্রশাসনে ৯ অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই রদবদলের আদেশ জারি করা হয়।
আদেশ অনুসারে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (অতিরিক্ত) গৌতম আইচ সরকারকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. শহিদুল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মো. নুরুল আলমকে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (যুগ্মসচিব) মো. রাহাত আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব তাহমিদ হাসনাত খানকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ বেতারের পরিচালক (যুগ্মসচিব) খান মো. রেজাউল করিমকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ময়নুল হক আনসারীকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. আব্দুল মালেককে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব এসএম রেজাউল মোস্তফা কামালকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
পিবিএ/এএইচ