আদমদীঘিতে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

সাইফ হাসান খান সৈকত,আদমদীঘি (বগুড়া): শস্য ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় এবারও রোপা আমনের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। গত রোপাআমন মৌসুমেও ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৩শত হেক্টর জমিতে রোপাআমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চলতি মৌসুমে ফসল রক্ষায় কষকদের নিয়ে মাঠপর্যায়ে নিয়মিত

আলোক ফাঁদ, দলীয় সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলে এখন পর্যন্ত আমন ক্ষেতে তেমন কোন রোগবালাই ও পোকা মাকরের আক্রমন নেই বললেই চলে। ফলে কৃষকরা কাঙ্কিত ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে গতবারের চেয়ে এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। আর অল্প কিছু দিন পরই ধান কাটা শুরু করা যাবে। এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। এ বছর সার ও বীজের কোনো সংকট দেখা দেয়নি।

যার কারণে ফসলের চেহারাও অনেক সুন্দর হয়েছে। সবল-সতেজ ধানের পাকা শীষগুলো দেখে মনে হয় ধানের ব্যাপক ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ে উপসহকাারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময় মত পরামর্শ দেয়ায় আমন

ক্ষেতে এবার রোগবালাই লক্ষ করা যাচ্ছেনা। ধানগাছে রোগবালাই না থাকায় এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন...