চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, একজনের যাবজ্জীবন

রাজন্য রুহানি,জামালপুর: চালককে হত্যা করে মোটর সাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়ার মামলায় জামালপুরে আলম (৪৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে। একই সঙ্গে অন্য দুটি ধারায় তাকে আরও তিন বছরের দণ্ডাদেশ দেওয়া হয়।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের সিনিয়র দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি জামালপুর সদর উপজেলার মিরিকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। ২০০৯ সালের ১৮ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চন্দ্রাবাজ এলাকায় তাকে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় ওই সাজাপ্রাপ্ত ব্যক্তি।

পরদিন পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. হেদায়েতুল ইসলাম সাগর বাদী হয়ে ওই দিনই বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের মোবাইল ফোনটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষী নিয়ে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ্।

 

আরও পড়ুন...