পঞ্চগড়ে মাদক বিক্রি ও বহনের অপরাধে আটক এক

মোঃইনসান সাগরেদ,পঞ্চগড়: পঞ্চগড়ে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো ৪০ পিচ ইয়াবা বহন ও বিক্রয় কালে একজন কে আটক করেছে বোদা থানা পুলিশ।গোপন সংবাদের ভিওিতে এস,আই,(নিরস্ত্র) মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার ৭ নং চন্দনবাড়ি ইউপির বলরাম হাট বাজার সংলগ্ন ৫ মাথা মোড় হতে অবৈধ মাদক বিক্রিকালে আটক করা হয় তাকে। আটক কৃত ব্যাক্তি হলো ঠাকুরগাঁও জেলার বগলাডাংগী গ্রামের আঃসাত্তারের ছেলে মোঃজাহিদুল ইসলাম (৩৫), এসময় তার সাথে থাকা অপর আসামি জাহাঙ্গীর আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে তাদের দুজনের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করায় বোদা উপজেলা বাসির প্রশংসা কুড়াচ্ছেন বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

এ রকম অভিযান পরিচালনা করায় সাধুবাদ জানিয়েছেন তারা। তিনি যোগদানের পরই মাদকের বিরুদ্ধে বেশ জোরেশোরে অভিযান পরিচালনা করছেন।মাদক বিক্রেতারা ভিন্ন কৌশলে মাদক বিক্রিতেও পার পারছেন না বোদা থানা পুলিশের কাছ থেকে।

আরও পড়ুন...