পঞ্চগড়ে স্বপ্ন পুরণ হলো আমিরুলের

ইনসান সাগরেদ,পঞ্চগড়: পঞ্চগড়ে স্বপ্ন পুরন হলো ভ্যান চালক আমিরুলের।একটি কৃএিম পায়ের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি তার।পরিবারের উপার্জন করার একমাএ ভরসা ছিলেন তিনি।

দীর্ঘ ৩০ বছর থেকে ভ্যান চালিয়ে সংসার চালাতেন ।কিন্তুু অসাবধনতা বশত পায়ে ঘাঁ ধরে, সেরে যাবে বলে গুরুত্ব দেননি একসময় পায়ে পঁচন ধরে কেটে ফেলতে হয় তার বাম পা টি।কিন্তুু দমে যাওয়ার পাএ নন তিনি।এক পা নিয়ে নেমে পড়েন ভাড়াঁয় চালিত ভ্যান নিয়ে রাস্তায়। এক পা না থাকার জন্য অনেক যাএী উঠতে চায়না তার ভ্যানে।

এদিকে আবার তার পরিবার নিয়ে থাকতে হয় ভাঁড়া বাড়িতে।সরকার থেকে ঘর দেওয়া হলেও ভাগ্যে জোটেনি তার।আজ কৃএিম পা পেয়ে খুব খুশি তিনি।ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নবচেতনা ও অনলাইন নিউজ পোটাল পিবিএ নিউজ এজেন্সি একটি কৃত্রিম পায়ের জন্য অনেকের কাছে সহযোগিতা চেয়েছিঃভ্যান চালক আমিরুল ইসলাম শিরোনামে সংবাদ প্রকাশে দিনাজপুর জেলার এক সমাজ সেবকের নজরে আসে। প্রতিবেদকের মাধ্যমে আমিরুল ইসলামের কৃত্রিম পায়ের ব্যবস্থা করেদেন সমাজ সেবক জহুরুল ইসলাম। আমিরুল ইসলাম জানান সমাজে আজো ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে বলেই আজ আমার স্বপ্ন পুরণ হলো। আমি ও আমার পরিবার দোয়া করি ঐ মানুষ টার জন্যে।আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন তিনি যেন আরো বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারেন।

 

আরও পড়ুন...