পঞ্চগড় তেঁতুলিয়ার কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই, আটক ৫

ইনসান সাগরেদ,পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ৬৩ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় আজ। উৎসব মুখর পরিবেশে চলছিল ভোট।ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।প্রশাসনের টইল ছিল জোরদার।কিন্তু এরি মধ্যে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলবান্ধা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশাসনের তৎপরতায় ৫ জনকে আটক করা হয়। এসময় বেশ কিছু ব্যালট পেপার ও টাকা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বাংলাবান্দা ইউনিয়নের সিপাহীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
এর আগে, কিছু সংখ্যক লোক লাঠিসোটা নিয়ে ভোট কেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। মুহূর্তেই ভোটার শূণ্য হয়ে পড়ে ভোট কেন্দ্রের মাঠ। পরে অতিরিক্ত পুলিশ ও প্রশাসনের লোক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

পুলিশ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিলো। দুপুরের দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটকদের বিষয়ে পরবর্তীততে প্রেস রিলিজ দেয়া হবে জানান উপস্থিত গণমাধ্যম কর্মীদের।

আরও পড়ুন...