পটুয়াখালীতে চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আটক

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্ধকৃত ১০ বস্তা চাল দোকা‌নে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে দা‌য়েরকৃত মামলার প্রধান আসামি সদর উপ‌জেলার কমলাপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মোঃ ম‌নির হো‌সেন মৃধা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার দুপুরে পটুয়াখালী পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান। এর আগে গত ৩০ মার্চ রাত ১২টার দিকে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে দশ বস্তা ভিজিএফের চালসহ জাকির ও সোহাগ নামে দুইজনকে আটক করে কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে এলাকাবাসী। তা‌দের দেয়া স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি‌তেই ম‌নির চেয়ারম্যান‌কে প্রধান আসামি ক‌রে সেলিম সিকদার নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে পরদিন কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মনিরসহ সাতজনের বিরুদ্ধে সদর থানায় ভিজিএফের চাল বিক্রির মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি আকতার মো‌র্শেদ জানান, মামলা দা‌য়ে‌রের পর পু‌লিশ বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এরই ধারাবা‌হিকতায় গোপন সংবাদের ভি‌ত্তি‌তে সোমবার দুপু‌রে নিজবাসা থে‌কে মনির‌কে গ্রেফতার করা হয়েছে। ও‌সি আরো জানান, সুকৌশলে সরকারী বস্তা খুলে প্লাস্টিকের বস্তায় চালভরে বিক্রি করার চেষ্টা করছিল চেয়ারম্যান ম‌নির।

এদিকে অভিযুক্ত চেয়ারম্যান মনির হোসেন দাবি ক‌রে‌ন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় লোককে জেলেদের তালিকায় নাম না দেয়ায় তারা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব মিথ্যা ঘটনা রটাচ্ছে।
পিবিএ/সুনান বিন মাহাবুব/এএম

আরও পড়ুন...