ফেন্সিডিল পরিবহন, যুবকের ৫ বছরের দণ্ড

রাজন্য রুহানি,জামালপুর: ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিবহনের দায়ে বিশেষ ক্ষমতা আইনে মো. শরিফ (২৮) নামে এক মাদক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত ওই যুবক ময়মনসিংহ কোতয়ালী থানার ৭৮-বি বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৫ সালের ১ মার্চ সকালে জামালপুরের ইসলামপুর থানার মোশারফগঞ্জ বাজারের রেলস্টেশনের পশ্চিম পাশে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিবহনের সময় পুলিশের হাতে আটক হন শরিফ।

মামলার দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য-প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট এইচ আর জাহিদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নির্মল কান্তি ভদ্র রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...