এলডিপি’র ভাঙন নিয়ে

বিএনপি ছেড়ে এসে অলি আহমদের সঙ্গে এলডিপি করাটা মহাপাপ ছিল : সেলিম

পিবিএ, ঢাকা : কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) ভাঙন ধরেছে। একই নামে আরেকটি দলের আত্মপ্রকাশ হয়েছে। এলডিপির একাংশে আব্দুল করিম আব্বাসীকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেন সেলিমকে কমিটির সদস্য সচিব করে সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির ঘোষণা দেন শাহাদাত হোসেন সেলিম।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— আব্দুল গণি, এম আবুল বাসার, সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার ও কাজী মতিউর রহমান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, আমরা আর অলি আহমদের সঙ্গে রাজনীতি করবো না। বিএনপি ছেড়ে এসে অলি আহমদের সঙ্গে এলডিপি করাটা আমার মহাপাপ ছিল।

সেলিম আরোও বলেন, আমরা বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটে আছি। আশা করি, বিএনপি আমাদের সমর্থন দেবে।

এলডিপি ভেঙে নতুন এলডিপি গঠন প্রসঙ্গে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘অলির অতি জামায়াত নির্ভরতা ও জামায়াত প্রীতির কারণে তার সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়। এছাড়া, আমরা যেখানে ২০ দলীয় জোটে আছি, সেখানে কয়েকটি দল নিয়ে অলি আহমদের আলাদা জোট ‘মুক্তমঞ্চ’ করার কোনও যুক্তি ছিল না। সেই কারণে তার সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এর ফল হিসেবে নতুন এলডিপি গঠন। এলডিপি থেকে অলি আহমদসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপির নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার বাদ পড়েন। এরআগে অলির নেতৃত্বধীন কমিটি থেকে বেরিয়ে আসেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক এম আবুল বাসার ও দফতর সম্পাদক কাজী মতিউর রহমান। এছাড়া, গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।

শাহাদাত হোসেন সেলিমের নের্তৃত্বে এলডিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন অলি আহমদ। আজ (১৮ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...