পাটের সোনালী আঁশ সংগ্রহ করার পরে থাকে পাটকাঠি। বিশ্বজুড়ে পাট ও পাটজাত দ্রব্যের ব্যাপক সমাদৃত। আগে শুধু রান্নার জ্বালানি, ঘরের বেড়া হিসেবে ব্যবহৃত হতো পাট কাঠি। কিন্তু বর্তমানে পাট কাঠির ছাই বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় বিদেশে রপ্তানি হচ্ছে। মাঠে পাটকাঠি সংগ্রহ করে রেখেছে কৃষকেরা। আর সেই সাজানো পাটকাঠির মাঝে খেলা করছে শিশুরা। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দের উপজেলার বাড়াকান্দি রেলওয়ে মাঠ থেকে তোলা। শনিবার, ১৪ সেপ্টেম্বর। ছবি: পিবিএ/ আব্দুল্লাহ আল মারুফ

All-focus

আরও পড়ুন...