সাতলার শাপলা বিল বরিশাল জেলায় অবস্থিত একটি বিল এবং দর্শনীয় স্থান। বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা গ্রাম। গ্রামের নামেই বিলের নাম সাতলা বিল। এখানে প্রকৃতি প্রেমীরা শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ কেউ শাপলা তুলে আবার কেউ ফুল খোপায় বাধে। বুধবার, ১৮ আগস্ট। ছবি : পিবিএ/প্লাবন আমিন

আরও পড়ুন...