পিবিএ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী ইশিতা গঙ্গোপাধ্যায় ফের বড়সড় ধামাকা দিলেন। একাধিক বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিয়ন করছেন তিনি৷এরপরে পাড়ি দিয়েছিলেন মুম্বাই৷সেখানে আস্তে আস্তে সংঘর্ষ ও সংগ্রামের মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন৷ কালার্সের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক শাস্ত্রী সিস্টার্সে অভিনয় করেছেন৷এরপরেও তিনি চালিয়ে যাচ্ছেন মুম্বইয়ে নিজের ইনিংসও৷
https://www.facebook.com/ishita.ganguly.39/videos/2729462963840115/?t=50
ইশিতা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়৷প্রায় প্রতিদিনই কিছু না কিছু আপডেট দেন সোশ্যাল মিডিয়ায়৷কয়েকদিন আগেই তিনি নারীর বিভিন্ন রূপের ছটার বর্ণানা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন ৷একই সঙ্গে তিনি বেশ নৃত্য পারদর্শিও বটে৷ এই সময়ের অন্যতম চর্চিত ও জনপ্রিয় গান ইয়াদ পিয়াকী আনে লগি গানে রাতের অন্ধকারে কাঁপিয়েছেন৷এই গানটি বেশ কয়েক বছর আগে জনপ্রিয় শিল্পী ফাল্গুনী পাঠাকের গাওয়া ইয়াদ চুড়ি যো খনকি হাতমে গানটির ছায়া লক্ষ্য করা গেছে৷
পিবিএ/বিএইচ