
ফর্মহীনতা কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত সময় কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর জাতীয় দলে সুযোগ পেয়েই রীতিমতো জ্বলে ওঠেন তিনি। গেল মার্চ-এপ্রিলে ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন। ইংল্যান্ডের মাটিতেও আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হেসেছে তার। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে প্রথম উইকেট পেয়েছেন এ বাঁহাতি ক্রিকেটার।
চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন শান্ত।
শান্তর সঙ্গে মাস সেরার মনোনয়ন পেয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ও পাকিস্তানের বাবর আজম। বাংলাদেশ সিরিজে টেক্টর করেছেন ২০৬ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ১১৩ বলে ১৪০ রান করেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার।
অন্যদিকে এপ্রিল-মে মাসে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে মে মাসের তিন ওয়ানডেতে বাবর করেছেন ১৬২ রান। করাচিতে চতুর্থ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক।
উল্লেখ্য, গত মে মাসে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ওই সিরিজে ৬৫.৩৩ গড় ও ১০২.৬১ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।