আড়াই কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই মাদক কারবারি

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর শহরের মেডিকেল কলেজ রোডের জামতলা মোড় হতে আড়াই কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় এর সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আটক দুই মাদক কারবারি হলো- ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের বায়েক পূর্বদক্ষিণ পাড়ার মৃত হরেন্দ্র সরকারের ছেলে মদন সরকার (২৮) ও জামালপুর শহরের বাগের হাটা (নামাপাড়া) গ্রামের মৃত মুক্তার বেপারীর ছেলে মো. ফজলু (৩৬)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় জামালপুর ডিবির ওসি মো. নাজমুস সাকিব জানান, গোপনে সংবাদ পেয়ে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ডিবি-১ এর অভিযানিক দল সোমবার সকাল সাড়ে নয়টায় জামালপুর শহরের মনিরাজপুর মেডিকেল কলেজ রোড জামতলা চৌ-রাস্তার মোড়ে অভিযান চালায়। অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকায় মদন সরকার ও মো. ফজলুকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন...