আশিকি আওয়ারার ‘হট’ ভিডিও ফের ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: বৃষ্টিতে নায়ক-নায়িকার রোম্যান্টিক গান। স্বাভাবিক যেভাবে আমরা দেখে অভ্যস্ত, ঠিক সেভাবেই প্রচণ্ড ঝড়ে উড়ে গেল নায়িকার শিফনের আঁচল। নায়িকাকে জড়িয়ে ধরলেন নায়ক। ঝমঝম বৃষ্টিতে ভিজে চুপচুপে শরীরে জ্বলে উঠল প্রবল প্রেম।

এমন দৃশ্যে নতুন আর কী আছে? তবে দীনেশ লাল যাদব ও অম্রপালি দুবের এই জুটির রাসায়নই যেন আলাদা। তাই তো অনেকটা পুরনো গান এখনও সুপারহিট। এখনও সমানভাবে জনপ্রিয় ও দ্রুত গতিতে ভাইরাল।

গানটি আশিকি আওয়ারা ছবির। এই ছবির সব গানই খুব জনপ্রিয়৷ তবে এই গানটি বিশেষভাবে পছন্দ হয় দর্শকদের৷ তাই তো এখনও গানটি আবার করে ভাইরাল।

দীনেশ যাদব যিনি নিরাহুয়া নামেই বেশি জনপ্রিয়। এ গানের দৃশ্যে বেশ উজ্জ্বল শার্ট পরেছেন। অন্যদিকে অম্রপালি পরেছেন সবুজ শিফন শাড়ি। এই ভোজপুরি গানটি অত্যন্তই জনপ্রিয়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...