
নাজমুল হুসাইন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিভাগের কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম ত্বোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়েদা সিদ্দিকা। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের তত্বাবধানে পিএইচডি গবেষক আব্দুল আজিজ তার গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন।
উল্লেখ্য, গবেষক আব্দুল আজিজ মিয়া “ঢাকা শহরে নারীর বিরুদ্ধে সহিংসতার সূচনা এবং একটি সামাজিক আইন” বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।