উত্তরায় আবাসিক হোটেলে অভিযান, ১৮ জন নারী-পুরুষ আটক

অবৈধ কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে।

শুক্রবার (২ মে) সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অসামাজিক কার্যকলাপের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা উত্তরা-৭ নম্বর সেক্টরের হোটেল গ্রান্ড ইনে অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন বয়সী ১৮ জন নারী পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন...