পিবিএ ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর ভক্তদের কাছে শুধু অভিনয়ের জন্য জনপ্রিয় নন। তাঁর ফ্যাশন ও ব্যক্তিত্বও প্রতি মুহূর্তে মুগ্ধ করে।নিজের মতামত স্পষ্ট করে বলতে জানেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা বোঝা যায়। কেউ কোনও আপত্তিকর মন্তব্য করলেও তাকে মিষ্টি ভাষায় তুলোধনা করেন অভিনেত্রী।
ফ্যাশনেও নিজের মতামতের ছাপ রাখেন অভিনেত্রী। কখনও পশ্চিমী পোশাক, আবার কখনও এথনিক পোশাকে মাত করেন তিনি। তাঁর ফ্যাশনও যে বিশেষ ছাপ রেখেছে তা বলাই বাহুল্য। বিশেষ করে শাড়ি কত রকম বভাবে পরা যায় তা স্বস্তিকা বার বার দেখিয়েছেন। স্বস্তিকার ভক্তরা তাঁর ছোট চুলের উপরেও মুগ্ধ। কখনও বব কাট, আবার কখনও পিক্সি কাটে ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন।
সম্প্রতি স্বস্তিকা একটি ছবি পোস্ট করেন। সেই ছবির কমেন্টে তন্ময় ঘোষ এক ব্যক্তি লেখে, “এক রাতের জন্য কত নেবেন?” নিজের সৌজন্য বোধ বজায় রেখেই অভিনেত্রী তন্ময়কে তুলোধনা করেন।
স্বস্তিকা উত্তরে লেখেন, “স্যর আপনার সেই সামর্থ নেই। আপনি কল্পনা করতে পারেন বিনামূল্যে। সেটাই চেষ্টা করুন।”
স্তিকার এই তুখড় জবাবে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরাও। আর অন্যদিকে তন্ময়কে তুলোধনা করেন নেটিজেনরা। একজন তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তির উদ্দেশে লেখেন, “আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।”
স্বস্তিকার এই পোস্টটি টুইটারে মুহূর্তে ভাইরাল হয়। এই পোস্টের মাধ্য়মেই তিনি আরও একবার বুঝিয়ে দিলেন যে, স্পষ্ট কথা বলতে তিনি একটুও পিছপা হন না। আর সেই ব্যক্তিত্বেই মুগ্ধ তাঁর ভক্তরা।
পিবিএ/বিএইচ