পিবিএ ডেস্ক: উপস্থাপনা দিয়ে সবার কাছে এখন পরিচিত মুখ পিয়া জান্নাতুল। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে দেখা যায় নিয়মিত। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য দেখা যায়নি তাকে।
তবে এবার কোনো ক্রিকেট নয়, এক ভিডিওতে জন্ম দিলেন তুমুল আলোচনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সিগারেট খাওয়ার ভিডিও আপলোড করেন পিয়া। তাতেই শুরু বিতর্ক।
৫ থেকে ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মনে সুখেই সিগারেট টানছেন পিয়া। আর সিগারেটের ধোঁয়াও ছাড়ছেন অনেকটা চেইন স্মোকারের মতই। যদিও সাধারণ কোনো সিগারেট খাননি তিনি, যতদূর দেখা গেল ইলেকট্রিক সিগারেটই টানছেন এই ক্রিকেট উপস্থাপিকা।
ভালোবাসেন ক্রিকেট। চেষ্টা করেন মাঠে থেকে খেলা উপভোগ করতে। দেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে একটি বেসরকারি টেলিভিশনের হয়েও উপস্থাপনা করেছেন পিয়া। এরপর ইংল্যান্ডে গড়ানো ক্রিকেট বিশ্বকাপেও উপস্থাপনা করেছিলেন তিনি।
পিবিএ/বিএইচ