
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) তাদের তাঁতী দলের সংশ্লিষ্ট পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে তাঁতী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন-খুলনা জেলা তাঁতী দলের আহ্বায়ক মেহেদী হাসান মিন্টু এবং কক্সবাজারের মহেশখালী উপজেলা শাখার সভাপতি জাহেদুল হুদা।