কলেজছাত্র জিমকে হাতুড়িপেটা, বিচার দাবিতে মানববন্ধন

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে চাঁদা জন্য হাতুদি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। একাদশ শ্রেণির মেধাবী ছাত্র জিম আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার (৬ মার্চ) দুপুরে মানববন্ধন এবং রাস্তা অবরোধ করেছেন কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

এরআগে, সোমবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটায় বখাটেরা। অভিযুক্তরা- উপজেলা নগরবাড়ী গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে বখাটে সম্রাট (২৭) ও রনি। প্রভাবশালীদের ছত্রছায়ায় বখাটে সম্রাট ও তার সহযোগিরা বিভিন্ন অপরাধ করে থাকে।

এদিকে, টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক অবরোধ করে মানববন্ধন করেন কলেজের ছাত্রছাত্রীরা। ফলে সড়কে দুইপাশে যানজট লেগে যায়। থবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে আসে। বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় জিমের সহপাঠীরা।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন জানান, সম্রাট এলাকার স্বীকৃত মাদকসেবী এবং বখাটে। সে ইতিপূর্বেও এরকম অনেক ঘটনা ঘটিয়ে, অনেক অপরাধের সাথে যুক্ত। সোমবার (এই বখাটে কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে জিমকে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষ আরও জানান, আমাদের কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার এ ঘটনার নিন্দা ও অপরাধীদের শাস্তি চেয়েছেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, অভিযুক্ত বখাটে সম্রাট এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করে। এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, বখাটে সম্রাটের বিভিন্ন কর্মকা- জেনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...