কালীগঞ্জে ‘বঙ্গবন্ধু টাওয়ার’ ভাংচুর-অগ্নিসংযোগ

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: দেশের বৃহত্তম ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় শেখ মুজিবুর রহমানের ১২৩ ফুট উচ্চতার “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধার পর ক্ষুব্ধ জনতা টাওয়ারটি ভাংচুর করে আগুন দেয়। এ বৃহৎ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে শেখ মুজিব পরিবারের ২০টি ভাষ্কর্য এবং সবর্চ্চো উচ্চতায় শেখ মুজিবের ভাষ্কর্য ছিল। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের এটি তৈরি করেছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানায়, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের সমশেরনগর গ্রামে কয়েক বছর আগে দেশের বৃহত্তম ১২৩ ফুট উচ্চতায় শেখ মুজিবের নামে একটি টাওয়ার তৈরি করা হয়। যার নাম দেয়া হয়েছিল স্টাটুচ অফ ফ্রিডম। বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের মোরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ওই ভাংচুরকৃত মুরাল গুলি বারবাজার শহরে এনে সড়কের উপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় ।

এ সময় উপস্থিত জনতাকে শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দিতে শোনা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয়ক হুসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোনো মুরাল স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এজন্য তারা শেখ মুজিবের ওই মুরাল গুলি ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সাথে শত শত ছাত্র-জনতা অংশ নেয়।

আরও পড়ুন...