কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ২৩ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী সোমবার (২৩ জানুয়ারি) থেকে । ১৯ জানুয়ারি ক্লাস শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী।
রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা পাঠদান আপাতত ২৩ তারিখ থেকেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আসন ফাঁকা সমস্যাটি নিরসন হয়েছে কিনা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কার্যক্রম শেষ না হাওয়ার কারণে এখনো নিশ্চিত করা যাচ্ছে না।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশ অনুযায়ী এই বছর জানুয়ারির প্রথম তারিখেই পাঠদান শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠদান কার্যক্রম শুরু করতে পারেনি। অষ্টম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও ১৯৮ টি আসন ফাঁকা ছিল। তাই আসন ফাঁকা সমস্যাটি নিরসনের জন্য গত ১৪ তারিখ (শনিবার) গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তির ভর্তির শেষ তারিখ ১৯ জানুয়ারি বিকাল ৪ টায়।

আরও পড়ুন...